প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৩:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
মঙ্গলবার (১২জুলাই) সন্ধ্যায় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৭০৮তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, মালয়েশিয়া থেকে পিএইচডি গবেষক কাজী ফারজানা ইয়াসমিন।
সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন, ছাত্রলীগের সাবেক নেত্রী সফল নারী উদ্যোক্তা আমাতুন শিল্পী।
বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ জোহরা।
সভাপতির বক্তব্যের শুরুতে ড.কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ছিলেন বদ্ধপরিকর।
কাজী ফারজানা ইয়াসমিন বলেন,বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তাঁর আদর্শের জন্য, যে আদর্শ বাঙালী জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ এবং উদারনৈতিক গণতন্ত্রকে তুলে ধরেছে।
আমাতুন নূর শিল্পী , কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর উদ্ধৃতি তুলে ধরে বলেন,“ আমি হিমালয় দেখিনি। কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি’। আজ হিমালয়ের চোখে জল! এদিন বাঙ্গালির সারা জনমের শোকে, দুঃখে, আবেগে,আনন্দে হিমালয় বুঝি একটু কেঁপেই উঠেছিল।
সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি'র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।
সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার, ব্রাহ্মণবাড়িয়া থেকে ডা. বায়েজিদা ফারজানা ও রাজশাহী থেকে ডা.মাহবুবুল হক ।