প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১:০৮ পিএম | অনলাইন সংস্করণ
গত জুনের শুরুর দিকে লিওনেল মেসি নিশ্চিত করেন, মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে খেলবেন। বিশ্বসেরা ফুটবলারকের বরণ করে নিতে তারপর থেকে অধীর অপেক্ষায় ছিল আমেরিকান ফুটবল, যার অবসান হতে চলেছে শিগগিরই।
মঙ্গলবার সপরিবারে মায়ামিতে পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
আর্জেন্টাইন টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির স্টেডিয়ামসংলগ্ন একটি ছোট বিমানবন্দরে অবতরণ করা বেসরকারি বিমান থেকে পরিবারের সদস্যদের নিয়ে নামছেন মেসি।
আশা করা হচ্ছে, বার্ষিক ৬ কোটি ডলারে আড়াই বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন মেসি। আগামী রবিবার স্টেডিয়ামে একটি আয়োজনের মাধ্যমে দর্শকদের সামনে তাকে হাজির করা হবে।
মঙ্গলবার প্রকাশিত আর্জেন্টাইন টিভি শো লাভে আ লা এতারনিদাদকে এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তাতে খুশি। নতুন চ্যালেঞ্জ, নতুন পরিবর্তনের মুখোমুখি হতে প্রস্তুত এবং আগ্রহী।
তিনি আরও যোগ করেন, আমার মানসিকতা ও মন বদলাচ্ছে না। আমি চেষ্টা করছি যেখানেই আমাকে থাকতে হবে, আমি আমার নিজের ও ক্লাবের জন্য সেরাটা দেবো এবং সর্বোচ্চ পর্যায়ে থেকে পারফর্ম করবো।
এমএলএসে এই শতাব্দির সবচেয়ে বড় সংযোজন মেসি। ১৯৭৫ সালে পেলে নিউ ইয়র্ক কসমসে যোগ দেওয়ার পর আমেরিকান ফুটবলে আরেক সেরা ফুটবলারের আবির্ভাব হতে চলেছে।