প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৯:৪৭ এএম | অনলাইন সংস্করণ
মৃত্যুর আগের অসিয়ত অনুযায়ী হাওরপাড়ের মানুষের ফুলেল শ্রদ্ধায় স্বামী আব্দুল মমিনের কবরে সমাহিত করা হয়েছে সদ্য প্রয়াত এমপি রেবেকা মমিনের মরদেহ।
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় তাকে নেত্রকোণার মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াহাঁটি গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এর আগে বিকেল ৬টায় কাজিয়াহাঁটি গ্রামে এমপির বাড়ির আঙ্গিনায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাওরাঞ্চলের কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
জানাজার পূর্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রেবেকা মমিনের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারময়ান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবালের সঞ্চালনায় এমপি রেবেকা মমিনের জীবন এবং কর্ম তুলে ধরে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের এমপি অসীম কুমার উকিল, নব্বইয়ের গণ আন্দোলনের অন্যতম নেতা শফি আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটির সদস্য গোলাম বাকী চৌধুরী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ প্রমুখ।