প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৯:২৩ পিএম আপডেট: ১১.০৭.২০২৩ ৯:৩২ পিএম | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের একটি বিকাশের দোকানে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে আটক হয়েছেন এক যুবক। আটক ভুয়া এসআই সেমাজুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের হেরাস আলমের ছেলে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, বিকাশ এজেন্ট ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড মোড়ে ম্যাংগো ট্রাভেলস্ এর কাউন্টারে থাকা বিকাশ এজেন্টের কাছে গিয়ে সেমাজুল ইসলাম নিজেকে শিবগঞ্জ থানার এসআই হারুন পরিচয় দেয়। এসময় তিনি বিকাশ এজেন্টকে দশ হাজার টাকা নগদ দিয়ে আরও ৫০ হাজার টাকা একটা বিকাশ নম্বরে দিতে বলেন। বাকি ৫০ হাজার টাকা চাইলে এলোমেলো কথা বলে এবং দোকান মালিককে ভয়ভীতি প্রদর্শন করেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে বিকাশ এজেন্ট কাউসার মাহমুদ তাকে বসিয়ে রেখে কৌশলে শিবগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভুয়া এসআই পরিচয় দানকারী সেমাজুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, একটি বিকাশের দোকানে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার চেষ্টা করে সেমাজুল ইসলাম। দোকান মালিক এর সন্দেহ হলে শিবগন্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিবগন্জ থানা পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করেন।