প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১:২৬ এএম আপডেট: ১১.০৭.২০২৩ ১:৩৪ এএম | অনলাইন সংস্করণ
সূর্যের বুকে আবারো আছড়ে পড়তে চলেছে সৌরঝড়। তবে এবার একটি নয়, জোড়া সৌরঝড় আছড়ে পড়তে চলেছে। এমনটাই পূর্বাভাস বিজ্ঞানীদের। শুক্রবার সন্ধ্যার দিকে এই ঝড়গুলো আছড়ে পড়ার কথা ছিলো।
নাসার বিজ্ঞানীদের মতে, সৌরঝড়ে সূর্যের কেন্দ্র থেকে প্লাজমা এবং চৌম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ সংঘটিত হয়। এর ফলে কোটি কোটি সৌরপদার্থ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে যেতে পারে। সৌরজগতে তার প্রভাব পড়া অনিবার্য। গত এপ্রিল মাসেই সৌরঝড়ের সাক্ষী থেকেছিল সৌরজগৎ। পৃথিবীর গায়ে তার আঁচও এসে লেগেছিল।
আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রথম সৌরঝড়ের তুলনায় দ্বিতীয় সৌরঝড়টি আরো গতিময় এবং শক্তিশালী হতে পারে।
নাসার বিজ্ঞানীদের মতে, সৌরঝড়ের ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে ফাটল ধরতে পারে। জিপিএস, বেতার যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে তার প্রভাবে। এমনকি, সৌরঝড় প্রভাব ফেলতে পারে ইন্টারনেট সংযোগ এবং মোবাইলের নেটওয়ার্কের ওপরেও। কোথাও কোথাও বিদ্যুৎবিভ্রাটের ঘটনাও বিরল নয়।