প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৯:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
হাটহাজারীতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবারের ১৭টি বসতঘর, ঘরে রক্ষিত আসবাপত্রহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও আগুলে পুড়েনি পবিত্র কুরআন। এ ঘটনায় নিঃস্ব হয়ে যাওয়াদের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক বিশ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা ভুক্তভোগী ও স্থানীয়দের।
রবিবার (৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার ধলই ইউনিয়নের পূর্ব ধলই ৫ নং ওয়ার্ডের বেলায়েত আলী সওদাগরের বাড়িতে এ অগ্নিকান্ড সংঘটিত হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে আটটার দিকে ২নং ধলই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেলায়েত আলী সওদাগরের বাড়িতে বৈদ্যূতিক শর্ট সার্কেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এই বাড়ির নেজাম উল্ল্যাহ, আবুল বশর লেদু, আবু সালেহ ও মোহাম্মদ আলম এই চার পরিবারের অন্তত ১৭ টি বসতঘর, ঘরে রক্ষিত নগদ দুই লাখ টাকা, ২টি মোটর সাইকেল, ২টি স্টীলের আলমেরা, ২ টি ফ্রিজ, স্বর্ণালংকারসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কুরআন।খবর পেয়ে দ্রুত হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ক্ষতির পরিমাণ ০৫ লক্ষ টাকা হতে পারে।