মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাউথ এশিয়ায় সেরার পুরস্কার পেলো 'সিটি অব লাইট'
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৯:২৬ পিএম | অনলাইন সংস্করণ

ভারত সরকারের ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া আয়োজিত '৬তম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফ্যাস্টিভ্যালে ‘ঋত্বিক ঘটক সিলভার এওয়ার্ড’ জিতেছে শাহাদাত রাসএল পরিচালিত সিটি অব লাইট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফ্যাস্টিভ্যালের সাউথ এশিয়া থেকে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি নিয়ে পাঁচদিনের  ষষ্ঠ আসর বসেছিলো কলকাতার চলচ্চিত্রের প্রাণকেন্দ্র নন্দনে। ৮ জুলাই সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়। 

বাংলার প্রান্তিক নারী জীবনের সাথে নাগরিক জীবনের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্য দিয়ে  আলোর শহরের অদেখা অন্ধকার দিককে তুলে ধরা হয়েছে সিটি অব লাইটের গল্পে। 
ফ্যাস্টিভ্যালে দর্শকের ভূয়সী প্রসংশার পাশাপাশি জুরি বোর্ডের প্রসংশা অর্জন করে সিটি অব লাইট ফিল্মটি। 

পুরস্কার প্রাপ্তির ব্যাপারে নির্মাতা শাহাদাত রাসএল বলেন, "প্রতিটি সম্মাননা আগামীর কাজের সাহস ও শক্তি যোগায়। পাশাপাশি দায়বদ্ধতা তৈরি করে আরো ভালো কিছু করার। সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফ্যাস্টিভ্যাল একটি আলোচিত ও সম্মানজনক ফ্যাস্টিভ্যাল এখানে ঋত্বিক ঘটকের নামে পুরস্কার পাওয়াটা ভীষণ সম্মানের ও আনন্দের। আর এই ফিল্মের অর্জন আমার প্রোডিউসার ও আর্টিষ্ট'সহ পুরো টিমের অর্জন, যারা আমার উপর আস্থা রেখেছিলো। একইসাথে ছবিতে কবীর হোসাইনের কথায় নির্ঝর চৌধুরী 'তোমার শহর' শিরোনামে একটি গান গেয়েছিলেন যেটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। 

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সিটি অব লাইট ফিল্মের পক্ষ থেকে এওয়ার্ড গ্রহণ করেন প্রযোজক অর্নব দাস। 

এর আগে সিটি অব লাইট ফ্রান্সের কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যালে সেরা ফিল্মের এওয়ার্ড অর্জন করে। 

এই ফিল্মে অভিনয় করেছেন নাফিস আহমেদ, মনিসা অর্চি, হাসনাত রিপন, শর্মী আকতার, ফাতেমা তুজ জোহরা ইভা, আশরাফ টুলু, সুমি ইসলাম ও অন্যান্য অভিনয় শিল্পীরা। সিটি অব লাইটের শিল্প নির্দেশনা দিয়েছেন শারমিন অর্পি। সংগীত পরিচালনা করেছেন মার্সেল ও নির্ঝর চৌধুরী। 

জুনায়েদ আহমেদ ও অর্নব দাস প্রযোজিত 'সিটি অব লাইট' চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি এর  চিত্রনাট্যও করেছেন শাহাদাত রাসএল। 

নির্মাতা জানান খুব শীঘ্রই বাংলাদেশের দর্শকদের জন্য সিটি অব লাইট ফিল্মের প্রদর্শনীর আয়োজন করা হবে। সেইসাথে আলাদা করে গানটিও ভিডিও আকারে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]