প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ২:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৪৫), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মেহের আলী (৬৫) এবং তার বড় ভাই নাইমুল (৭০)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা ৩ জনকে মৃত ঘোষণা করেন।