কেন্দ্রীয় আ. লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য হলেন অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ
প্রকাশ: রোববার, ৯ জুলাই, ২০২৩, ৯:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন ৬৪, সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ -তাড়াশ, সলংগা’)র জাতীয় সংসদ সদস্য তাড়াশের কৃতি সন্তান চলনবিল অ লের মাটি ও মানুষের নেতা অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
গতকাল শনিবার আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঐতিহাসিক চলনবিলের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের মাকড়শন গ্রামে ডা: মোঃ আব্দুল আজিজ জন্মগ্রহণ করেন।
এমপি আজিজকে বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য মনোনীত করায় নির্বাচনী এলাকার জনসাধারণ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টুইটার এ অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী পরিচিতজনেরা।
এ প্রসঙ্গে অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি ভোরের পাতাকে বলেন, তাড়াশ ও রায়গঞ্জ তথা চলনবিলের মানুষের ভালোবাসার জন্যই আমি এতদুর পৌঁছাতে পেরেছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজরে এসেছি। আমি সব সময় মানুষের সেবায় নিয়োজিত আছি, এবং ভবিষ্যতেও অব্যাহৃত রাখবো।