প্রকাশ: রোববার, ৯ জুলাই, ২০২৩, ১১:৩০ এএম আপডেট: ০৯.০৭.২০২৩ ১১:৩১ এএম | অনলাইন সংস্করণ
সুদানের রাজধানী খার্তুমের পার্শ্ববর্তী শহর ওমদুরমানে বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে সপ্তাহব্যাপী লড়াইয়ের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক হামলার মধ্যে একটি এটি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ওমদুরমানের একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। জাতিসংঘ তাৎক্ষণিক এ ঘটনার নিন্দা করেছে।
আবদেল-রহমান নামে এক বাসিন্দা বলেন, শনিবার ভোরে সেনাবাহিনী আরএসএফের ওপর হামলা চালিয়েছিল। আরএসএফ আক্রমণকারী যুদ্ধবিমানগুলোতে বিমান বিধ্বংসী রাউন্ড গুলি ছুড়েছিল।
আবাসিক এলাকায় হওয়া এই হামলা জন্যও সেনাবাহিনীকে দায়ী করেছে আরএসএফ। তারা বলছে হামলা ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এক বিবৃতিতে আরএসএফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
এতে বলা হয়েছে, ‘এই জঘন্য হামলা সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) দ্বারা সংগঠিত...যার কারণে ৩১ জনেরও বেশি প্রাণ এবং অসংখ্য বেসামরিক আহত হয়েছে। ’
যদিও সামরিক বাহিনীর কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেননি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া লড়াইয়ে কমপক্ষে এক হাজার ১৩৩ জন নিহত হয়েছে। ২৯ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে। তাদের মধ্যে প্রায় সাত লাখ প্রতিবেশী দেশে পালিয়ে গেছে।