প্রকাশ: রোববার, ৯ জুলাই, ২০২৩, ১০:২৬ এএম | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার ভোরে মুরিয়েটা শহরের ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছে সেসনা বিজনেস জেট বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষের (এফএএ) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন।
রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ওই প্লেনে থাকা ছয় আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। আশপাশেও আগুন ছড়িয়ে পড়ে।
এফএএ’র তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি যাত্রা শুরু করে। পরে সান দিয়েগো থেকে প্রায় ৬৫ মাইল উত্তরে এটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
ক্যাল ফায়ারের এক টুইট বার্তায় জানানো হয়, একটি মাঠে প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর প্রায় এক একর জমির গাছপালা আগুনে ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।