মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রাজনীতিতে সক্রিয় জামায়াত
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ১০:০০ পিএম | অনলাইন সংস্করণ

এক দশক পর ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে প্রকাশ্যে আসা জামায়াতে ইসলামী এখন রাজনীতিতে পুরোদমে সক্রিয়। টানা ১০ বছর পর গত ১০ জুন রাজধানীতে প্রথমবারের মতো পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এরপর সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীসহ প্রায় সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন হারানো দলটির নেতাকর্মীরা। এবার ঢাকার বাইরে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। চলতি জুলাইয়ে রাজধানীর বাইরে পাঁচটি বিভাগীয় শহরে সমাবেশের পর কয়েকটি জেলা ও বিভাগে সমাবেশ করে ঢাকায় বড় শোডাউনেরও প্রস্তুতি নিচ্ছে জামায়াত।

দলীয় একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী। সম্ভাব্য ও মোটামুটি নিশ্চয়তা পাওয়া প্রার্থীদের নির্বাচনী এলাকায় সক্রিয় ভূমিকা রাখা, ভোটার ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখারও নির্দেশনা দিয়েছে দলটির হাই-কমান্ড।

যদিও হাই-কমান্ডের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে নয়, কেয়ারটেকার বা নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচনে যাবে না তারা। নির্বাচনে যাওয়া, না যাওয়ার বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করলেও প্রস্তুতি ও আন্দোলনমুখি কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় নেতা।

জানা গেছে, রাজনৈতিক উত্তাপ ধরে রেখে নেতাকর্মীদের আন্দোলনমুখি করতে ঢাকার পর পাঁচ বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে সিলেটে বিভাগীয় সমাবেশ করার লক্ষ্যে ঢাকার ন্যায় কৌশলী উদ্যোগ গ্রহণ এবং আনুষ্ঠানিক অনুমতিও চেয়েছে দলটি।

জামায়াতে ইসলামীর এক কেন্দ্রীয় নেতা বলেন, সিলেটের পর চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা ও রংপুরে সমাবেশের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সমাবেশের মাধ্যমে আমরা দলের জনপ্রিয়তার জানান দিতে চাই। মাঠের রাজনীতিতে জামায়াতে ইসলামী বরাবর শৃঙ্খল ও গণতান্ত্রিক। বিভাগীয় মহাসমাবেশ কর্মসূচি পালনের মাধ্যমে বিভাগীয় ও জেলার নেতাকর্মীদের মাঠের রাজনীতিতে সক্রিয় করা হবে। হবে জনসংযোগও।

তিনি আরও বলেন, আগস্টের মধ্যে সব বিভাগীয় শহরে সমাবেশ করা হবে। পাশাপাশি আগস্ট শেষে বড় বড় ও জামায়াত অধ্যুষিত জেলা শহরে সমাবেশ ও জনসংযোগ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলা জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন জেলায় সফর বেড়েছে। নেতাকর্মীদের নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির বাইরে অব্যাহত সামাজিক কার্যক্রমও বাড়াতে বলা হয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ড, বন্যা, জলোচ্ছ্বাস, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতাসহ পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজও চলছে। এসব কর্মসূচি পালনের সঙ্গে সঙ্গে সচেতনভাবে জনসংযোগও বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি পালনের আড়ালে ইতোমধ্যে উত্তর বঙ্গের অধিকাংশ জেলায় জনসংযোগও করে ফেলেছে দলটি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল পদমর্যাদার এক নেতা বলেন, গরিব-দুঃখী, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও মেহনতি মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন জেলে থাকা আমির ডা. শফিকুর রহমান। ঈদে জামায়াতের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে কোরবানির মাংস বিলিয়েছেন। বৃক্ষরোপণ কর্মসূচি, নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ, নিরাপদ বাসস্থানের জন্য নিম্ন আয় ও গরিব মানুষের মাঝে টিন বিতরণ করা হচ্ছে। এসব করতে গেলে তো জনসংযোগ হয়েই যায়।

অন্যদিকে, সিলেট জামায়াতে ইসলামীর একাধিক সূত্র জানিয়েছে, কেন্দ্রঘোষিত প্রথম বিভাগীয় সমাবেশ হবে আগামী ১৫ জুলাই সিলেট মহানগরের রেজিস্ট্রারি মাঠে। ইতোমধ্যে গত ৫ জুলাই (বুধবার) সিলেট মহানগর জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছে।

এ বিষয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে থেকে সিলেটে বিভাগীয় সমাবেশ করার জন্য পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছি। আমাদের জোর প্রস্তুতিও চলছে। আশা করছি, সরকার আমাদের ঘোষিত বিভাগীয় মহাসমাবেশ কর্মসূচিতে বাধা দেবে না।

নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি ও নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের জনসংযোগ সংক্রান্ত নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের যোগাযোগ বৃদ্ধি ও জনসংযোগ বাড়াতে বলা হয়েছে। তবে, নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি ভিন্ন বিষয়। জামায়াতে ইসলামী নির্বাচনে যাবে কি যাবে না, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে, এটি স্পষ্ট যে দলীয় সরকারের অধীনে জামায়াতে ইসলামী কোনো নির্বাচনে যাবে না।

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট। এরপর জামায়াত বিবৃতি পাঠিয়ে ফখরুলের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানায়।

এ বিষয়ে জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ বলেন, বিএনপি মহাসচিব জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগের যে বক্তব্য দিয়েছেন তা আপত্তিকর। জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ থাকলে আমির ও সেক্রেটারিসহ কেন্দ্রীয় নেতাদের জেলে থাকতে হতো না৷ আমরা স্পষ্ট করে বলছি, আওয়ামী লীগের সঙ্গে আমাদের দূরতম যোগাযোগও নেই।

তিনি বলেন, আমরা বর্তমান সরকার পতনের আন্দোলনে সক্রিয় আছি। বিএনপি কেন, সরকার পতনের আন্দোলনে অন্য যেকোনো দলের সঙ্গে মাঠের রাজনীতিতে একাট্টা থাকবে জামায়াত।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘ঢাকায় সমাবেশের পরিকল্পনা রয়েছে। তবে, এর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আপাতত এককভাবেই দলীয় কর্মসূচি নিয়ে মাঠে থাকার চেষ্টা করছি। গত ১০ জুন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সমাবেশ থেকে যে ১০ দফা আমরা দিয়েছি, সেগুলোর মূলত তিনটিকে প্রাধান্য দিয়ে আমরা সামনে আন্দোলন জোরদার করব। সেগুলো হলো—কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও জামায়াতের কারাবন্দি নেতাকর্মীসহ সকল রাজবন্দির মুক্তি দাবি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতিসহ জনগণের ভোগান্তির প্রতিবাদ।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]