প্রথম ম্যাচে বৃষ্টি আইনে আফগানিস্তানের কাছে ১৭ রানে হেরেছিল বাংলাদেশ দল। তবুও তিন ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। কিন্তু দ্বিতীয় ম্যাচেও আফগানদের কাছে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই রীতিমত ধরাশায়ী হয়েছে টাইগাররা। আর তাতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল স্বাগতিকরা।
শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আফগান দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের জোড়া সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করেছিল ৩৩১ রান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩.২ ওভারে মাত্র ১৮৯ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস। ফলে ১৪২ রানে লজ্জাজনক পরাজয়ের সাথে সিরিজও খোয়ালো বাংলাদেশ।