প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৯:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
রায়পুরায় চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামে। দেলোয়ার হোসেন জাহাঙ্গীর নগর এলাকার নূরুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে দেলোয়ার জানান, বিগত ৭০বছর যাবত বাপ দাদার দখলিয় সম্পদ বাড়ীতে বাপ দাদার ন্যায় সেও বসবাস করে আসছে। প্রয়োজনের তাগিদে পুরাতন ঘর ভেঙে নতুন করে বিল্ডিং করার প্রস্তুতি নেই দেলোয়ার। পরে প্রতিবেশী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে আলাল, জালাল,সুজন ও দূ্র্জয়, নার্গিসসহ ১৯/২০জন এসে বিল্ডিং নির্মানের কাজে বাধা দেয় এবং দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে কোন ভাবেই কাজ করতে দেয়া হবেনা বলেও জানান তারা।
এবিষয়টি মিমাংসার লক্ষে একাধিক শালিস করা হলেও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি স্থানীয়রা। এবিষয়ে ভুক্তভোগী দেলোয়ারের মা বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
সংবাদ সম্মেলনে অলিপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহরম আলী, মো. কাজল মিয়াসহ ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।