প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ১:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছিল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অবশ্য টস জিতেছে। তারাও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীদের মতো।
বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচটি বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে স্বাগতিক দল। সিরিজ বাঁচাতে শনিবার (৮ জুলাই) বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই।
বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন এসেছে। পেসার তাসকিন আহমেদ ও তামিম ইকবালের বদলে খেলবেন এবাদত হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। আফগান দলে কোনও পরিবর্তন নেই।
বাংলাদেশ দল অবশ্য নানান ঘটনায় আছে কিছুটা চাপে। প্রথম ম্যাচে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই তামিম ইকবাল খেলার পরদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে হইচই ফেলে দেন। পরে আরও নাটকীয়ভাবে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবসরের সিদ্ধান্ত বদল করে ফেলেন।
মাঠের বাইরের এসব বিতর্কে আড়ালে পড়ে যায় সিরিজের উত্তাপ। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন যদিও জানান তাদের সব মনযোগ আছে মাঠের ক্রিকেটে। প্রথম ম্যাচে করা ভুল শুধরে এই ম্যাচে জিতে সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ দল।