দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হচ্ছে সেপ্টেম্বরে: কাদের
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ১২:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) সেপ্টেম্বরে চালু হচ্ছেবলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৮ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা আশা করছি, আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও হয়ে ফার্মগেট র্যাম্প পর্যন্ত যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই অংশটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, এখানে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই, এ বছর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেট পর্যন্ত আমাদের টার্গেট। মাঝখানে হাতিরঝিলের অংশ নিয়ে সংশোধনী নিয়ে ঢাকা সিটি করপোরেশনের প্রস্তাব আছে। প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি দেখছেন এবং নিষ্পত্তি তিনিই করছেন।
এক প্রশ্নের জবাবে কাদের বলেন, গাজীপুর থেকে কাউলা এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠে যাবে, এরপর এই গাড়ি ঢাকা-চট্টগ্রামের কুতুবখালীতে গিয়ে নামবে। তাতে ঢাকা শহরের যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এখানে যানবাহনে চাপ অনেক কমে যাবে। আর আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর সঙ্গে এসে লিংকড হয়ে যাবে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে জানতে চাইলে তিনি বলেন, থ্রি-হুইলার বাদ যাবে। মোটরসাইকেলও চলবে না।