প্রকাশ: বুধবার, ২১ জুন, ২০২৩, ৯:১৫ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং সদর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এ ইউনিয়নে ১৫২০ জন সুবিধাভোগী রয়েছে।
বুধবার (২১জুন) উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করেন বিসমিল্লাহ ট্রেডাস নামের প্রতিষ্টান। জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার তাঁরা উপজেলা পরিষদে টিসিবির ডিলারের কাছে পণ্য নিতে আসলে তাদের ফিরিয়ে দেয়া হয়। ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলীর কাছে কার্ড আনতে গেলে তিনি নানা টালবাহানা শুরু করেন। রতন নামে একজনের সাথে যোগাযোগ করতে বলেন।
ভোক্তভোগীরা জানান আমাদের কার্ড গত মাসে নতুন কার্ড দেওয়ার কথা বলে জমা নিয়েছিল ডিলার কিন্তু তালিকায় নাম থাকা সত্বেও এখন মাল দিচ্ছে না পাইনা কিন্তু কার্ড নাই।
চেয়ারম্যান মেম্বার ও ডিলার মিলে আমাদের কার্ডটি নিয়েছিল কিন্তু আজ আমাদের কার্ড নাই। আমরা কয়েকজন মিলে ইউএনও স্যারের কাছে গিয়েছিলাম তবু মাল পাইনি।
ভুক্তভোগীরা আরও জানান টিসিবির পণ্য আত্মসাৎ করতে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা গতমাসে নতুন কার্ড দেওয়ার কথা বলে তা জমা রেখে দিয়েছেন। পরে কারও কারও কাছ থেকে তিন থেকে পাঁচশত টাকা নিয়ে কার্ড ফেরত দিয়েছেন।
গজন্দর গ্রামের সাবিনা আক্তার বলেন- দীর্ঘদিন যাবত তিনি কার্ড দিয়ে টিসিবির পণ্য ক্রয় করছেন। গতমাসে নতুন দেওয়ার কথা বলে কার্ড রেখে দেয় ডিলার ও ইউনিয়ন পরিষদ। আজ (বুধবার) পণ্য নিতে আসলে কার্ড ও পণ্য কোনটাই দেয়নি।
বেকারকান্দা গ্রামের ফরিদ আহমেদ বলেন- চেয়ারম্যান নতুন কার্ড দিবে, এ কথা বলে গতমাসে আমাদের কার্ড রেখে দিয়েছে। যারা তিনশ, পাঁচশ টাকা দিয়েছে তাদের কার্ড ফেরত দিয়েছে। আমাদের কার্ড ও পণ্য কোনটাই দেয়নি। আমাদের পণ্য আত্মসাতের পায়তারা করছে।
গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী জানান অভিযোগ অস্বীকার করে বলেন- কার্ডগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই নতুন করে দেওয়ার জন্য জমা রেখেছিলাম। আজ হঠাৎ টিসিবির পণ্য চলে আসায় সমস্যা সৃষ্টি হয়েছে। তালিকা দেখে পণ্য দেয়া হবে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন বলেন- ভুক্তভোগীরা বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। টিসিবির কার্ড পরিবর্তনের কোন নির্দেশনা দেয়া হয়নি। তালিকা দেখে পণ্য দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।