প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ২:৫৭ এএম | অনলাইন সংস্করণ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হামলায় আহত হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে চরমোনাই দরবার শরীফে গেলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
শুক্রবার (১৬ জুন) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া উপ-কমিটির সদস্য কে.এম শরীয়াতুল্লাহ।
শরীয়াতুল্লাহ জানান, শায়েখে চরমোনাই (ফয়জুল করিম) আহত হওয়ার খবর পেয়ে জাহাঙ্গীর আলম বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে এসেছিলেন। বৃহস্পতিবার (১৫ জুন) রাত ১১টার দিকে তিনি দরবার শরীফে আসেন।
তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক সাক্ষাৎ ছিল না। তার সঙ্গে গাজীপুর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ছিলেন না। ফয়জুল করিমের সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেন জাহাঙ্গীর আলম।
তিনি আরও বলেন, এবারই প্রথম নয়, জাহাঙ্গীর আলম এর আগেও অনেকবার চরমোনাইয়ের বাৎসরিক মাহফিলে এসেছেন। এবার হুজুরের শারীরিক খোঁজ-খবর নিতে এলেন।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। নির্বাচনের দিন (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ২২ নম্বর ওয়ার্ডের ৮৭ নম্বর কেন্দ্রে ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ। তবে মামলা দায়ের করা হয়নি।
শুক্রবার (১৬ জুন) হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। এ আন্দোলনে নির্বাচন কমিশনকে ‘ইন্তেকাল কমিশন’ ঘোষণা দেয়া হয়। পাশাপাশি ইসির অপসারণ ও সরকারের পদত্যাগ দাবি করা হয়।
অপরদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে মা জায়েদা খাতুনকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী করেন আওয়ামী লীগ থেকে বহিস্কৃত জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হন জায়েদা খাতুন।