প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৯:০৫ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের এক আইনজীবিকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবি সমিতি।
বৃহস্পতিবার (১৫জুন) দুপুরে ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির এক জরুরি সভায় ও সংবাদ সম্মেলনে অভিযুক্ত অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরের স্থায়ী বরখাস্তসহ দুইদফা দাবিতে দুই দিনের আল্টিমেটাম দেন ময়মনসিংহের আইনজীবিরা।
ময়মনসিংহ আইনজীবি সমিতির অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনের জানানো হয়, আইনজীবি সমিতির সদস্য আশিকুর রহমান তার ভাই মিজানুর রহমান সুজনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে পুলিশের আইজিপি বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
বিষয়টি তদন্তের জন্য ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডি আইজি এনামুল কবিরকে দায়িত্ব দেয়া হলে তিনি গত (১৪জুন) দুপুরে তার কার্যালয়ে উভয় পক্ষকে হাজির করেন। অভিযোগ শুনানি কালে অতিরিক্ত ডিআইজি আশিকের দিকে তাকিয়ে বলেন, ‘তুই বাকা হয়ে ঘাড় তেড়া করে দাঁড়িয়েছিস কেন? তুই কার সামনে দাঁড়িয়েছিস জানস?- এই কথা বলেই কাছে গিয়ে আইনজীবীকে চরথাপ্পর দিতে শুরু করেন। এক পর্যায়ে আশিক নিজেকে আইনজীবি পরিচয় দিলে অকথ্য ভাষায় গালাগাল করে কনস্টেবলের মাধ্যমে রড এনে হাতে ও পায়ে বেধরক পিটিয়ে আহত করে ও শারীরিক ভাবে লাঞ্ছিত করে। পরে আশিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার বিস্তারিত জানিয়ে গতকাল বৃহস্পতিবার আইনজীবি সমিতিতে অভিযোগও দেন আশিক।
বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টায় জেলা আইনজীবি সমিতি এক জরুরি সভা করে। ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে সভায় আইনজীবি সমতির সদস্যরা তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে। সভায় সকল আইনজীবিরা সিদ্ধান্ত নেয় অতিরিক্ত ডিআইজি এনামুল কবীরকে বরখাস্ত করতে হবে। পুলিশ প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আইনজীবি সমিতিকে জানাতে হবে।
সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অ্যাড. এ.এইচ.এম. খালেকুজামান, কবির উদ্দিন ভূঞা (পিপি), বিকাশ চন্দ্র রায়, নূরুল হক, আবুল কালাম মো: আজাদ, এমদাদুল হক মিল্লাত, আব্দুর রহমান আল হোসাইন তাজ, সাইফুল ইসলাম (জিপি), পীযুষ কান্তি সরকার, নজরুল ইসলাম চুন্নু, শিব্বির আহাম্মেদ লিটন, এবিএম নূরুজ্জামান খোকন, আব্দুল মোতালেব লাল, রাখাল সরকার, বিপুল রায় অপু, আব্দুল রারেক, মোঃ রেজাউল করিম চৌধুরী ও আনোয়ারুল ইসলাম প্রমূখ।