প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৮:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
লালমনিরহাটে ঝড়ে বিভিন্ন স্থানের সহ¯্রাধিক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। উড়ে গেছে টিনের চালা। শতবর্ষী গাছপালা ভেঙ্গে রাস্তায় পড়ে চলাচলে ব্যাহত হচ্ছে। তবে কোন হতাহতর খবর পাওয়া যায়নি। বিদ্যুৎতের তার ছিঁড়ে যাওয়ায় নেই অনেক এলাকা। ক্ষয়ক্ষতি হয়েছে উঠতি জমির ফসল।
বুধবার রাতে লালমনিরহাট জেলা সদর উপজেলা সহ উপর দিয়ে দুই দফায় বয়ে যাওয়া ঝড়ে আদিতমারী, কালীগঞ্জ ও হাতিবান্ধা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙ্গে ঘরবাড়ির উপড়ে ও রাস্তায় পড়েছে। উড়ে গেছে টিনের চালাসহ ঘরবাড়ির বিভিন্ন অংশ। অনেকেরই গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর হতাহত হয়েছে।
বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে বড় গাছ ভেঙ্গে পড়ায় ব্যাহত ছিলো সড়ক যোগাযোগ। ঝড়ে কলা বাগান, ভুট্টা ও পাটসহ উঠতি সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের।
স্থানীয়রা জানান, মাঝরাতে প্রথমে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। এরপরই ঝড় তান্ডব চালায়। মুহূর্তে বাতাসে উড়ে যায় শত শত বসতবাড়ির ঘরের ছাউনি। গাছপালা উপড়ে ঘরবাড়ির ওপর পড়ে। বেশ কিছু পরিবারের বসতঘর উড়ে যাওয়ায় অন্যের বাড়িতে ছেলেমেয়েসহ আশ্রয় নিয়েছে। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ হয়েছে বিদ্যুৎ এর সংযোগ। ফলে অনেক এলাকার বিদ্যুৎ নেই। খুটিসহ তার ঠিক করে সংযোগ দিতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ।