প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৮:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
অবশেষে খুলনার পাইকগাছায় রাস্তার পাশে মা হওয়া পাগলীর নবজাতকের (দত্তক) দায়িত্ব নিলেন পটুয়াখালীর এক নিঃসন্তান দম্পত্তি। বুধবার দুপুরে উপজেলা শিশু কল্যাণবোর্ডের এক জরুরী সভায় সিদ্ধান্ত অনুযায়ী শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত ৩১ মে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গড়ইখালীর রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় জনৈকা পাগলীর প্রসব বেদনা শুরু হলে কারোর সহযোগীতা ছাড়াই একটি ছেলে সন্তান জন্ম হয়।
বিষয়টি তাৎক্ষণিক প্রচার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সমাজসেবা দপ্তর ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু’র সার্বিক সহযোগিতায় প্রসুতি পাগলী ও নবজাতক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় আগ্রহের সাথে প্রসূতি ও নবজাতককে দেখভালের দায়িত্ব নেন স্থানীয় গড়ইখালীর একটি পরিবার।
তাৎক্ষণিক উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এক জরুরী সভায় বিষয়টির স্থায়ী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত ওই পরিবারের তত্ত্বাবধায়নে রাখার সিদ্ধান্ত হয়। ঘটনার খবরে অনেকেই শিশুটিকে দত্তক নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন।
সর্বশেষ বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই শেষে পটুয়াখালী সদরের স্বচ্ছল নিঃসন্তান দম্পত্তিকে দত্তক দিতে সিদ্ধান্ত গৃহিত হয়।
এ ব্যাপারে পাইকগা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান, বিভিন্ন শর্তে চুক্তিভিত্তিক শিশুটিকে আনুষ্ঠানিকভাবে পটুয়াখালীর ঐ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।