প্রকাশ: রোববার, ১১ জুন, ২০২৩, ৭:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
নাটোরের সিংড়ায় শর্ট সার্কিটে অগ্নিকা-ে রেজাউল করিম (৪২) নামে দিনমজুরের বসত ভিটার ৩ টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে ১ টি গরু, ১ টি বাছুর প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের বৃকয়া গ্রামে। মোঃ রেজাউল করিম ঐ গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র।
জানা যায়, শনিবার রাত আনুমানিক ১১:১০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। টিনের তিনটি ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। দুটি গরু ও ঘরের আসবাবপত্র সহ আড়াই থেকে তিন লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়। রেজাউল করিমের পরিবারে পাঁচজন সদস্য।
রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ৫ নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম, বৃকয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।