প্রকাশ: রোববার, ১১ জুন, ২০২৩, ৭:০৭ পিএম | অনলাইন সংস্করণ
আগামী দুই-তিন মাসের মধ্যে ‘সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল’ গঠনে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।
রোববার (১১ জুন) দুপুরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন বিলআবাদিনি এলাকায় প্রস্তাবিত ‘সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল’ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
শেখ ইউসুফ হারুন বলেন, সাতক্ষীরা ভোমরা স্থলাবন্দর ও বাইপাস সড়কের কাছাকাছি হওয়ায় এই জায়গাটি অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য খুবই উপযোগী। এছাড়া এখানে কোনো অবৈধ্য দখলদার নেই এবং অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য যতটুকু জমি প্রয়োজন তার সবটুকুই আছে। তবে কিছু ব্যক্তি মালিকানাধীন জমি আছে। জেলা প্রশাসন পর্যালোচনা করে যতদ্রুত আমার কাছ প্রতিবেদন জমা দেবেন ততদ্রুত প্রকল্পের অনুমোদ করা সম্ভব হবে। আমি মনে করি সব কাগজ পত্র ঠিক থাকলে আগামী দুই-তিন মাসের মধ্যে প্রকল্পের অনুমোদন করিয়ে কাজ শুরু করা সম্ভব হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক কাজি আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।