প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৯:১১ পিএম আপডেট: ০৩.০৬.২০২৩ ৯:২৬ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজার পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) বলেছেন, 'কক্সবাজার পৌরসভা নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। প্রত্যেকটি কেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা। যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচনে কেউ পেশীশক্তি ও কালো টাকার ব্যবহার করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া তিনি আরও বলেন, অধিকাংশ প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করছে। তাই সবাইকে সতর্ক করা হচ্ছে। কেউ নির্দেশনা না মানলে বাতিল করা হবে প্রার্থিতা। কক্সবাজার পৌরসভাসহ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে এবং নিজের ভোটটি সঠিক ভাবে প্রয়োগের একমাত্র পন্থা হচ্ছে ইভিএম। তাই ইভিএম ভোট পদ্ধতির উপর সবাইকে আস্থা রাখার আহবান জানিয়েছেন তিনি'।
কক্সবাজার পাবলিক লাইব্রেরি হলরুমে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে পুলিশ সুপার মাহাফুজুল ইসলামও জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদৎ হোছাইন সহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় তিনি আরও বলেন, 'নির্বাচনে পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে সকল কেন্দ্র'।
সদর নির্বাচন অফিসার শিমুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ, জগদীশ বড়ুয়া পার্থ, জাহেদুর রহমান, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা নানা অভিযোগ তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন ১২টি ওয়ার্ডের মহিলা ও পুরুষ কাউন্সিলরা।
উল্লেখ্য যে, আগামী ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার পৌরসভায় মোট ৪৩ টি ভোট কেন্দ্রে ২৪৪ টি বুথ রয়েছে। এছাড়া অস্থায়ী আরো ১৪ টি বুথ রয়েছে। ২০২৩ সালের ১৭ এপ্রিল পর্যন্ত হালনাগাদ করা ভোটার তালিকায় কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ৫০ হাজার ১৮৪ জন পুরুষ ভোটার এবং ৪৫ হাজার ২০২ জন মহিলা ভোটার।