বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন: পলক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৯:১৪ পিএম | অনলাইন সংস্করণ

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বি এন পি সরকার  ২০০৪ সালে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবি করলে ১৯ জন সাধারণ মানুষকে হত্যা করে ইতিহাস সৃষ্টি করেছে আর জননেত্রী শেখ হাসিনার সরকার  চাঁপাইনবাবগঞ্জেই ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করেছেন। একটি সরকার বিদ্যুতের দাবি করলে গুলি করে মানুষ হত্যা করে। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করেন। 

শনিবার (০৩ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন' এর আয়োজনে জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এই আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধন করেন, 'নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ। 

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেকে স্বল্প দরিদ্র স্বল্প আয়ের রাষ্ট্র থেকে মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে রুপান্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, নিষ্টা ও দূরদর্শিতার কারনেই সম্ভব হয়েছে। করোনা সংকট ও রাশিয়া ইউক্রেন সংকটে দেশকে নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। ১৪ বছর আগে ৪০ শতাংশ ঘরেও বিদ্যুৎ ছিল না। আজকে শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী। 

তিনি আরও বলেন, ২০০৪ সালে বিদ্যুতের দাবিতে একজন নয়, দুইজন নয়, ১৯ জনকে জীবন উৎসর্গ করতে হয়েছে। অন্যদিকে, জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর বলেছিলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশেট প্রত্যেকটি ঘরকে বিদ্যুতের আলোয় আলোকিত করবেন, উচ্চ গতির ইন্টারনেট দিবেন, বিভাগ ও জেলা পর্যায়ে হাইটেক পার্ক স্থাপন স্কুল কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করবেন। গত ১৪ বছরে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কি রেখেছেন? যা যা ওয়াদা করেছিলেন তা তিনি বাস্তবায়ন করেন৷  

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী সবসময় তরুণদেরকে উৎসাহ দেন। তিনি বলেন, তরুণরা চাকুরি প্রত্যাশী হবে না, বরং তারা চাকুরিদাতা হবেন। একজন যদি চাকুরি পায়, তাহলে তার পরিবার আর্থিক নিরাপত্তা পাবে। কিন্তু একজন উদ্যোক্তা তৈরি হলে হাজার হাজার লাখ লাখ পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। তাই সরকার নানারকম সুযোগ সুবিধা দেয়ার পাশাপাশি, প্রশিক্ষণ দিচ্ছে তরুণ উদ্যোক্তাদের। 

রাজশাহী বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, ডান এ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা এ্যান্ড অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেডের সিইও জারা জাবীন মাহবুব, এটুআই প্রকল্পের হেড অব কমার্স রেজানুল হক জ্যামি, চাল চাল ডট কম এর প্রতিষ্ঠাতা জিয়া আশরাফসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]