প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৬:৫৫ পিএম আপডেট: ০৩.০৬.২০২৩ ৬:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশা রাজ্যের বালাসোরে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ শনিবার এই পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, এই দুর্ঘটনায় দায়ীদের ‘কঠোর শাস্তি দেওয়া হবে’।
মোদি বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন সরকার তাদের পাশে দাঁড়িয়েছে।’
ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে একাধিক ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা ২৮০ ছাড়িয়ে গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ সংখ্যা ২৮৮ এবং আহত হয়েছে ৯০০ জন। ওড়িশা ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুধাংশু সারঙ্গিও বলেছেন, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮-তে। ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা বলেছেন, ২০০টিরও বেশি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে। উদ্ধারকাজে সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল এসকে দত্ত জানান, সেনাবাহিনী গতকাল রাত থেকে ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে এবং কলকাতা থেকে আরও সেনা সদস্যকে ডাকা হয়েছে।
ভারতে এই দুর্ঘটনাকে শতাব্দীর সবচেয়ে খারাপ এবং ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলা হচ্ছে।
কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বেঁচে যাওয়া একজন বলেছেন, ‘দুর্ঘটনাটি ঘটলে ১০ থেকে ১৫ জন আমার ওপর এসে পড়ে এবং সব কিছু এলোমেলো হয়ে যায়।
আমি স্তূপের নিচে ছিলাম এবং আমার হাত এবং ঘাড়ের পেছনে আঘাত পাই। তিনি আরো বলেন, ‘যখন আমি ট্রেনের বগি থেকে বের হয়েছিলাম দেখলাম কেউ তাদের হাত হারিয়েছে, কেউ তার পা হারিয়েছে, আবার কারো মুখ বিকৃত হয়েছে।’ কিছু জীবিত যাত্রীকে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করতে ছুটে আসতে দেখা গেছে।
ভারতে আরো একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ১৯৮১ সালে। বিহার রাজ্যে একটি ঘূর্ণিঝড়ের সময় যাত্রীবাহী ট্রেন ট্র্যাক থেকে সরে গিয়ে একটি নদীতে পড়ে যায়। এতে ৮০০ জন নিহত হয়েছিল।