প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ১২:০৬ এএম আপডেট: ০৩.০৬.২০২৩ ৯:৫৬ এএম | অনলাইন সংস্করণ
ভারতের উড়িষ্যায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। একটি মালবাহী ট্রেনের সঙ্গে বগি লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার হাওড়া-চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। এতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া উড়িষ্যার বালেশ্বর জেলায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে ২০০ জনের বেশি যাত্রী ছিলেন। এরই মধ্যে দুর্ঘটনায় আহত ১৭৯ জনকে বালেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ৩টা ২৫ মিনিটের দিকে পশ্চিমবঙ্গের হাওড়ার শালিমার স্টেশন থেকে ছেড়ে চেন্নাই যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটিতে পশ্চিমবঙ্গের পাশাপশি বহু বাংলাদেশি নাগরিক দক্ষিণের ভেলোরে চিকিৎসা নিতে নিয়মিত যাতায়াত করেন। ফলে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার শিকার হতে পারেন অনেক বাংলাদেশিও।
আরো জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির একাধিক কামরা। মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার, যাত্রীবাহী বগিসহ ১৮টি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার অভিঘাত এত বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপর উঠে গেছে।
রেল সূত্র জানিয়েছে, রাতের অন্ধকারে ট্রেন দুর্ঘটনাটি ঠিক কতটা ভয়াবহ তা স্পষ্ট নয়। দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছান রেল আধিকারিক, কর্মীসহ বিশাল পুলিশ ও উদ্ধারকারী বাহিনী। রিলিফ ভ্যান এরই মধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছে।