প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৯:৩৯ পিএম আপডেট: ০২.০৬.২০২৩ ৯:৪১ পিএম | অনলাইন সংস্করণ
আগামী গ্রীষ্মকালীন প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। যেখানে জাপানে তিনটি প্রীতি ম্যাচে অংশ নেবে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। যার মধ্যে একটি ম্যাচ খেলবে সৌদি ক্লাব আল নাসরের বিপক্ষে। এই দুই ক্লাবের লড়াইয়ে আবারো ঘুরে ফিরে বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা-লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াইয়ের কথা।
এই দুই ক্লাবের লড়াইয়ে হয়তো দেখা যেতে পারে আবারো মেসি-রোনালদোর দ্বৈরথ। যে জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে ফুটবল প্রেমীদের। কারণ আগামী ১ লা জুলাই পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। যদি ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করে মেসি তাহলে হয়তো দেখা যেতে পারে।
এদিকে গত জানুয়ারিতে পিএসজি বনাম সৌদি আরবের দুই ক্লাব আল নাসর এবং আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াদ একাদশের দ্বৈরথের সাক্ষী হয়েছিল বিশ্ব। যেখানে সব ছাপিয়ে আলোচনায় ছিল বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা।
এরপর জাপানের জে লিগের ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে লড়বে ফরাসি ক্লাবটি। আর শেষ ম্যাচে পিএসজি লড়বে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলানের বিপক্ষে।