রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শামিয়ার বড় বোনের হাতে এরফান গ্রুপের ২ লক্ষ টাকা অনুদান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৮:৪১ পিএম | অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত বেলেপুকুর মহল্লার নিম্নবৃত্ত পরিবারের মেধাবি শিক্ষার্থী শামিয়া আক্তার বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের ব্যঙ্গালোরে চিকিৎসাধীন রয়েছে এবং আগামী ২৪ মে তার অপারেশন হবে ।শামিয়ার মা সেলিনা আক্তার জানান,চিকিৎসকররা অপারেশনের জন্য প্রায় ৭-৮ লাখ টাকা সংগ্রহ করতে বলেছিলেন। নিজেদের সহায় সম্বল সবকিছ্ ুদিয়েই চেষ্টা করছি মেয়েটার চিকিৎসার, অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন, সবার সহযোগিতা নিয়েই চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এ অপারেশনটা যেন সুন্দরভাবে সম্পূর্ন হয়,সেজন্য সবার কাছে আমাদের মেয়ের জন্য দোয়া চাই, সেই সাথে সবার সহযোগিতাও কামনা করছি। 

সম্প্রতি জাতীয় দৈনিক ভোরের পাতায় শামিয়ার অর্থসংকটের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি চাঁপাইনবাবগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক এ কে এম গালিব খান এবং বিশিষ্ট সমাজসেবক ও এরফান অটো রাইস মিলের মালিক এরফান আলীর চোখে পড়ে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পাতিবার উত্তরা লের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এরফান গ্রুপের আত্মমানবতার সেবাই নিয়োজিত এরফান আলী ফাউ-েশন (প্রস্তাবিত) শামিয়ার বড় বোন আজিজার হাতে ২ লক্ষ হাজার টাকা চিকিৎসা সহায়তার জন্য  প্রদান করেছেন। 

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌর এলাকার  বেলেপুকুর এলাকার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সামিয়ার চিকিৎসার জন্য তার বড় বোনের হাতে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও এরফান আলী ফাউ-েশনের চেয়ারম্যান মোঃ এরফান আলী ২ লক্ষ টাকা তুলে দিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ হোসেন, এরফান গ্রুপের এক্সিকিউটিভ ডাউরেক্টর মোঃ কামরুজ্জামান, অ্যাডমিন মোঃ রেজাউল করিম,  আব্দুল মান্নান সেন্টু স্মৃতি সংসদের সম্পাদক সমাজসেবক মোঃ তৌহিদুর রহমান।

শামিয়া আক্তার চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর এলাকার মোঃ তোফিকুল ইসলাম ও মাতা সেলিনা বেগমের ছোট সন্তান। ৫ম শ্রেনীতে পড়া অবস্থাই মরন ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কলার বোর্ন এর নিচের হাড় ভেঙ্গে যায়। পরবর্তী তার মা রাজশাহী ও ঢাকায় চিকিৎসা করে সাময়িক পরিত্রান পেলেও তারা জানত না তার আদরের ফুট ফুটে সন্তানটি মরনব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। চলতি বছর নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার শিক্ষক ও সহপাঠিরা বুঝতে পারে হাত, পা ফুলে যাওয়া প্রচন্ড ব্যথায় আক্রান্ত হয়। এমতাবস্থায় তার পরিবার রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তার ক্যান্সার সনাক্ত করে। পরবর্তীতে তার পরিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মহাখালির জাতীয় ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করেন। তার অবস্থা দিনে দিনে আরও খারাপ পর্যায়ে যাওয়ায় তার মা নিজস্ব সম্পদ বিক্রি ও আত্মীয় স্বজনের কাছে টাকা ধার করে গত ৭ মার্চ ভারতের ব্যঙ্গালোরে মজুমদার ক্যান্সার হাসপাতালে ভর্তি করান। 

শামিয়ার বড় বোন নবাবগঞ্জ সরকারী কলেজের এইচ এস সি ১ম বর্ষের ছাত্রী আজিজা খাতুন জানান, ইতি মধ্যে তার ৪ বার কেমো থেরাপি দেয়ায় সে ভিষন দুর্বোল হয়েছে, অর্থের অভাবে তার বোনের চিকিৎসা হবে না একথা বলতেই মুঠো ফোনে কেঁদে ফেলে শামিয়ার বড় বোন আজিজা। শামিয়ার প্রতিবেশী চাচা আপেল মাহমুদ জানান,বাবার আবর্তমানে তাদের মা দুই মেয়েকে নিয়ে কোন রকমে সংসার চালাতেন, তাদের নানাও মারা যাওয়ায় পরিবারটি বেশ অসহায় অবস্থায় ছিলো। তার উপর ক্যান্সারের মত রোগের কারনে পরিবারটি যেন মহা বিপদেই পড়ে গেছে। এখন আমাদের সবার সহযোগিতায় পারে মেয়েটির সুচিকিৎসা নিশ্চিত করতে ও পরিবারটিকে বিপদ মুক্ত করতে।  

শামিয়ার মা সেলিনা আক্তার মুঠো ফোনে জানান, এপর্যন্ত তার চিকিৎসার জন্য যে সমস্ত ব্যক্তি বর্গ সহায়তা করেছেন তাদের কছে আমি ঋণী হয়ে থাকলাম। শামিয়ার জন্য দোয়া ও সহায়তার আকুল আবেদন করছি। বিকাশ নং- ০১৭৯৭৭২১৪০৮। অগ্রনী ব্যাংক লিমিটেড খামার শাখা, মোসাঃ সেলিনা আক্তার একাউন্ট নং- ০২০০০১৬২৭০৭৫৩, চাঁপাইনবাবগঞ্জ। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]