প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৫:০৫ পিএম | অনলাইন সংস্করণ
হিংসে করে করবা কি,নিজের কাজটা করো
স্বীয় কর্মে এগিয়ে যাও,পরের ভালোই কেন মরো!
মনের রাজ্য বড় করে,আপন করো সবে
নইলে যতই প্রার্থনা করো,পৌঁছাবে না রবে!
পরের হিত চাইলে পরে,নিজের এমনি হবে
পরের জন্য মরতে পারলে,সেটাই জীবন কবে! (বলবে)
এই সমাজে ঘুণ ধরেছে শুধুই ভেবে নিজের
তাই সমাজে হরেক মানুষ,কেউ নাই কাজের!
পরচর্চায় মগ্ন সবে,নিজের নাই ভুল
ভুল ধরাতে গেলে আবার হবেন চক্ষুশূল!
সমাজসেবায় রত যারা,তাদের কি আর দোষ
নিজের ভালো না হলে পরে চালাই জনরোষ!
পরের ভালো চাইতে হবে, নিজেও ভালো হয়ে
তবেই মনুষ্যত্বের সুবাতাস সমাজে যাবে বয়ে!
কবি: প্রধানমন্ত্রীর এ্যাসাইনমেন্ট অফিসার