প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১০:২২ পিএম | অনলাইন সংস্করণ
সদ্যপ্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। এই আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ আগস্টের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেব নাথ বলেছেন, আসন শূন্য ঘোষণার গেজেট আমরা সংসদ সচিবালয় থেকে পেয়েছি। নির্বাচনের জন্য ফাইল কমিশনের কাছে উপস্থাপন করা হয়েছে। এক্ষেত্রে নথিতেও ভোটের সিদ্ধান্ত আসতে পারে আবার কমিশন বৈঠকেও সিদ্ধান্ত হতে পারে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের জারি করা আসনটি শূন্য ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ০১ জ্যৈষ্ঠ ১৪৩০/১৫ মে, ২০২৩ তারিখ পূর্বাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।
দীর্ঘদিন রক্তে সংক্রমণজনিত রোগে ভোগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন ফারুক।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান জানিয়েছেন, সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়।
গত ১৫ মে তিনি মৃত্যুবরণ করেছেন। এ হিসেবে আসনটিতে উপ-নির্বাচন করতে হবে আগামী ১২ আগস্টের মধ্যে।
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে। অর্থাৎ আসনটিকে যিনি নির্বাচিত হবেন তিনি ছয় মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের শেষে অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে।