প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৮:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
২০২৬ সালের বিশ্বকাপের পর্দা উঠতে খাতাকলমে এখনো সাড়ে তিন বছর বাকি। তবে টুর্নামেন্ট শুরুর বেশ আগেভাগেই বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আগামী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন দেশ আয়োজক হলেও মূল ভূমিকায় দেখা যাবে আমেরিকাকে। আসন্ন বিশ্বকাপের যে লোগোটি উন্মোচন করা হয়েছে, এরই মধ্যে সেটি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
বিশ্বকাপের ২৩তম আসরের লোগোর মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছে ফিফা। বুধবার (১৭ মে) উন্মোচন হওয়া লোগোটির বার্তা ‘আমরা ২৬’।
বিষয়টি নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমরা-২৬’ হলো পুনরায় সমবেত হওয়ার আকুতি। এটি এমন এক মুহূর্ত যেখানে তিনটি দেশ এবং পুরো মহাদেশ সমবেত কণ্ঠে বলছে, বিশ্বকে স্বাগত জানাতে আমরা এক এবং ফুটবলের সবচেয়ে বড়, ভালো বিশ্বকাপ উপহার দিতে চলেছি।
ফিফা প্রেসিডেন্ট আরো বলেন, ‘টুর্নামেন্টটি প্রতিটি আয়োজক দেশ এবং অংশগ্রহণকারী দলকে ফিফা বিশ্বকাপের ইতিহাস বইতে নিজেদের ইতিহাস লিখতে সক্ষম হবে এবং এই অনন্য ব্র্যান্ডটি ২০২৬-এর পথে একটি বড় পদক্ষেপ।’
বিগত ফুটবল বিশ্বকাপগুলো ৩২ দল নিয়ে হলেও ২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে সেই চিত্র। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপ মাঠে গড়াবে ২০২৬ সালে। ১৬টি ভেন্যুতে মোট ৮০টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই বিশ্বকাপে। আয়োজনের দায়িত্বে যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা থাকলেও মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্রই।