রাজধানী ঢাকার পাশে গাজীপুর সিটি কর্পোরেশনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ফলে আগামী ২৫ মে নির্বাচনে দলীয় প্রার্থী এ্যাড. আজমত উল্লা খানের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলেই মনে করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।
ভোরের পাতার সাথে আলাপকালে আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে আওয়ামী লীগের মধ্যে স্থানীয়ভাবে যেসব বিরোধ রয়েছে তা মিটিয়ে ফেলা হয়েছে। এটির ফলাফল খুবই ভালো হবে বলেও মনে করছেন তারা।
ইতিমধ্যেই নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম), প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন অংশ নেন। এছাড়া শুরু থেকেই নৌকার প্রচারণায় রয়েছেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। দলের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট তারানা হালিমসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন।
আগামী ২৩ মে রাত পর্যন্ত তাদের ১০টি টিম নৌকার পক্ষে প্রচার চালাবে। মহানগরের ২৬ ও ২৮ নং ওয়ার্ডে তারা গণসংযোগ করেছে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে নগরীর বাসন থানার ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। মহানগর যুবলীগের উদ্যোগে শনিবার মেট্রো সদর ও গাছা থানার বিভিন্ন ওয়ার্ড যুবলীগের কেন্দ্র কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টঙ্গী এলাকায় নৌকার প্রার্থী আজমত উল্লা গণসংযোগ ও পথসভা করেন।
নগরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহরাব উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আজমত উল্লা খান বলেন, প্রধানমন্ত্রী গাজীপুরের মানুষকে ভালোবেসে রাস্তাঘাট, ড্রেন উন্নয়নের জন্য সাড়ে ৭ হাজার কোটি টাকা দিয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য-সততা, যোগ্যতা ও সঠিক পরিকল্পনা করে কাজগুলো করা হয়নি। কিন্তু এর দায় কে নেবে? সঠিক পরিকল্পনা করে যথাসময়ে এ টাকা ব্যয় করার দায়িত্ব ছিল যিনি মেয়র ছিলেন তার। কিন্তু তিনি কাজটি করতে পারেননি।
এদিকে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কা প্রার্থী আজমত উল্লা খানকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে আঁখঘাট বেঁধে নির্বাচনী প্রচারে নেমেছে জেলা আওয়ামী লীগের ১৪১টি টিম। গত ১০ মে বিকেল থেকেই গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডে বিভক্ত হয়ে ওই টিমের সদস্যরা ইতিমধ্যে বিভিন্ন পাড়া, মহল্লা ও ওয়ার্ডে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। এ সময়ে তারা সরকার দলীয় প্রার্থী আজমত উল্লাহ খান এর পক্ষ হয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা চেয়ে এবং জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সাহসী ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এই ১৪১টি দলীয় টিমের নেতাকর্মীরা।
এ দিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু জানিয়েছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রতি আস্থাশীল। তাদের আস্থা সমুন্নত রাখতে এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সময় উপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ। এই পদক্ষেপের মধ্যে অন্যতম পদক্ষেপ হলো মহানগরীর মধ্যে সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত করতে ১৪১টি টিম মাঠে কাজ করছে।
তিনি বলেন, শক্তি শালী এই দলীয় টিম গঠন করা করা হয়েছে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজকে প্রধান সমন্বয়ক করে। তিনি আরও বলেন, যদিও স্থানীয় সাংসদ সবুজ নির্বাচনী আচারণ বিধি অনুযায়ী কোন প্রার্থীর প্রচারণা চালাতে পারবেন না। তবে তিনি নির্বাচনের মাঠে প্রচারণায় যেতে না পারলেও এই বিশাল বহরের টিমগুলোর কার্যক্রম মনিটর করবেন।
দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু আরও জানান, ইতিমধ্যে জেলার প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সক্রিয় নেতাকর্মীর সমন্বয়ে টিম গঠন করা ১১ থেকে ৩৪ জন করে সদস্যরা দিনব্যাপী তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
অপর দিকে ১৪১টীমের মূল সমন্বয়কারী ইকবাল হোসেন সবুজ গণমাধ্যমে জানিয়েছেন, আমরা এই টিম শুধু মেয়র প্রার্থীর জন্য গঠন করেনি। এরা আওয়ামী লীগের যে সব কাউন্সিল প্রার্থীরা রয়েছেন। তাদের প্রচারণায়ও কাজ করবেন। তিনি আরও বলেন, সিটি করপোরেশন নির্বাচনে এসব টীমের সদস্যরা প্রতিটি বাড়িতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে নৌকার জন্য ভোট চাইছেন। আশা করছি মেয়র প্রার্থী হিসাবে নৌকার বিশাল বিজয় এবার গাজীপুরবাসী উপহার দিবে।