জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া প্রদেশের সর্বোচ্চ পুরস্কার পেলেন আঙ্গেলা ম্যার্কেল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১:৪৭ এএম | অনলাইন সংস্করণ
মঙ্গলবার (১৬ মে) জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া প্রদেশের সর্বোচ্চ পুরস্কার জার্মানির সাবেক চ্যান্সেলর ড. আঙ্গেলা ম্যার্কেলকে প্রদান করা হয়।
এসময় জার্মানের বিভিন্ন প্রদেশের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দেশের কুটনৈতিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অনারারি কনস্যুলেট ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া। এসময় ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন ড. আঙ্গেলা ম্যার্কেলের নিকট।
তিনি শেখ হাসিনা সরকারের একটি বাড়ি, একটি খামার, কমিউনিটি ক্লিনিক, দরিদ্র গৃহহীন পরিবারকে বাসস্থানসহ কৃষি জমি প্রদানসহ সব উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এসময় ড. আঙ্গেলা ম্যার্কেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সফলভাবে অবিরাম কাজ করে যাচ্ছেন।
প্রসঙ্গত, আঙ্গেলা ম্যার্কেল যিনি জার্মানের প্রথম নারী হিসেবে প্রথমবারের মতো জার্মানির কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে আসেন এবং প্রথম মহিলা চ্যান্সেলর হিসেবে দীর্ঘ ১৬ বছর ধরে চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন।