প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ১০:১৭ পিএম | অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক এবং এফবিসিসিআই'র পরিচালক ড.কাজী এরতেজা হাসানের তত্ত্বাবধানে জেলা ছাত্রলীগ, যুবলীগ ও তাঁতীলীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু। যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক যুবলীগ ইউসুফ সুলতার মিলন, সাগর, রনি প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা ফিরে আসার পর তার হাত ধরে গত ৪২ বছরে বাঙালির জীবনে, বাংলাদেশের মানুষের জীবনে, বাংলাদেশের ললাটে অনেক নতুন তিলক উঠেছে, বাংলাদেশ অনেক অর্জন করেছে।
বক্তারা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর স্বাধীনতার চেতনাকে ভুলণ্ঠিত করা হয়েছিলো, বাংলাদেশে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনা হয়েছিলো, অসাম্প্রদায়িক চেতনাকে ধুলিস্মাৎ করা হয়েছিলো। জননেত্রী শেখ হাসিনা সেই হারানো স্বাধীনতার চেতনাকে আবার পুনপ্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ রচিত হয়েছে। তাই ১৯৮১ সালের ১৭ মে গণতন্ত্রের অগ্নিবীণা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন।’