প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ১০:১২ পিএম | অনলাইন সংস্করণ
পেয়াজের বাজারে অস্বস্তি। দুই সপ্তাহে দাম বেড়েছে দ্বিগুণ। আমদানি করা ভারতীয় পেঁয়াজের পাশাপাশি দেশি পেঁয়াজের দাম কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। অথচ দুই সপ্তাহের আগেও পেঁয়াজের দাম ছিলো কেজি ৩৫ থেকে ৪০ টাকা।গত দুই সপ্তাহে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫০ শতাংশ। গত সপ্তাহের ৩৫ টাকা কেজি দেশি পেঁয়াজ এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।
এদিকে সোমবার নরসিংদীর রায়পুরা পৌরসভার শ্রীরামপুর বাজার, বুধবার(১৭মে) সকালে রেলগেইট বাজারে গিয়ে দেখা যায়, দেশি ও ভারতীয় পেঁয়াজ একই দামে প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া উপজেলার বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লার দোকানে খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩৫ টাকা থেকে বেড়ে ৬৫থেকে ৭০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।জানতে চাইলে শ্রীরামপুর বাজারের এক পাইকারি ব্যবসায়ী বলেন, শুনেছি আমদানি বন্ধ হওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে আবার দেশীয় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ করে রাখছেন। এ কারণে পেঁয়াজের দাম হঠাৎ কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা বেড়েছে। তবে বাজারে পেঁয়াজের সংকট নেই। আশা করা যাচ্ছে, দ্রুত পেঁয়াজের দাম স্বাভাবিক হবে।
রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে এরকম হতে পারে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।