সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে এআই
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৮:৩৬ পিএম আপডেট: ১৭.০৫.২০২৩ ৮:৪৫ পিএম | অনলাইন সংস্করণ

ছবি: ফোর্বস

ছবি: ফোর্বস

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশ মানবতার ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে মনে করেন বেশিরভাগ আমেরিকান। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের প্রকাশিত এক মতামত জরিপে এই তথ্য জানানো হয়েছে।

জরিপের ফলাফলে বলা হয়েছে, দুই-তৃতীয়াংশেরও বেশি আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাবের ব্যাপারে উদ্বিগ্ন। আর ৬১ শতাংশ মার্কিন নাগরিকের বিশ্বাস, দ্রুত বিকাশমান এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতাকে হুমকিতে ফেলতে পারে।

মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চ্যাটবট সর্বকালের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাপ্লিকেশন হয়ে উঠেছে। যে কারণে মানুষের দৈনন্দিন জীবনযাপনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক একীকরণ নতুন এই প্রযুক্তিকে জনসাধারণের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

মাইক্রোসফট ও গুগলের মতো টেক ও সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠান এখন পরস্পরের কৃত্রিম বুদ্ধিমত্তা টুলসকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে লিপ্ত হয়েছে। অন্যান্য প্রযুক্তি কোম্পানিও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশে রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছে।

আইনপ্রণেতা এবং এআই কোম্পানিগুলোও নতুুন উদ্ভাবিত এই প্রযুক্তি নিয়ে উদ্বিগ্ন। এআই নিয়ে সৃষ্ট উদ্বেগ ও এর সম্ভাবনা-শঙ্কার বিষয়ে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের এক শুনানিতে অংশ নিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। এই প্রযুক্তির সম্ভাব্য অপব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিয়ন্ত্রণ বিধিমালা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন সিনেটর কোরি বুকার বলেছেন, ‘এই দৈত্যকে বোতলে রাখার কোনো উপায় নেই। বিশ্বজুড়ে এর বিস্ফোরণ ঘটছে।’ এআইকে কীভাবে সর্বোত্তম উপায়ে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে মার্কিন কংগ্রেসের আলোচনায় সিনেটের কোরি এমন মন্তব্য করেছেন।

রয়টার্স-ইপসোসের জরিপে দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের ৬১ শতাংশ মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানবতার জন্য ঝুঁকি তৈরি করছে। তবে এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন মাত্র ২২ শতাংশ মানুষ। আর এই বিষয়ে নিশ্চিত নন ১৭ শতাংশ মানুষ।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, তাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ বেশি দেখা গেছে বলে জরিপে উঠে এসেছে।

জরিপের ফলাফলে দেখা যায়, মানবতাকে হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করেন ট্রাম্পকে ভোট দেওয়া ৭০ শতাংশ ভোটার। অন্যদিকে জো বাইডেনকে ভোট দেওয়া ভোটারদের ক্ষেত্রে এই হার ৬০ শতাংশ।

ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানবতার জন্য হুমকি’ ইস্যুতে ‘দৃঢ়ভাবে একমত’ পোষণ করার হার বেশি। ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের এই হার ৩২ শতাংশ। সেই তুলনায় নন-ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের হার ২৪ শতাংশ। মার্কিন রাজনীতিতে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা প্রায়ই ব্যাপক প্রভাব রাখেন।

যুক্তরাষ্ট্রের নীতিবিষয়ক সংস্থা ফিউচার অব লাইফ ইন্সটিটিউটের পরিচালক ল্যান্ডন ক্লেইন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাবের বিষয়ে আমেরিকানদের ব্যাপক মাত্রার উদ্বেগের কথা বলছে এই জরিপ।

সংস্থাটি মার্কিন ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক লেখা এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছে। চিঠিতে এআইয়ের গবেষণায় ছয় মাসের বিরতির দাবি করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]