প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ১১:১৫ এএম | অনলাইন সংস্করণ
সাভারের আশুলিয়ায় সিলিন্ডার মজুত ও রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ মো. বিল্লাল হোসেন (৩৬) ও নুর নবী (২২) নামে আরও দুজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে তিন। এর আগে ১৫ মে বিকালে শরিফুল ইসলাম নামে একজন মারা গেছেন।
মঙ্গলবার (১৬) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মারা যান নুর নবী। রাত ৯টা ২৫ মিনিটে মারা যান বিল্লাল হোসেন।
এ ঘটনায় বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন।
বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিল্লালের শরীরের ৩৬ শতাংশ ও নুর নবীর ৪৩ শতাংশ শ্বাসনালিসহ দগ্ধ হয়েছিল।
মৃত বিল্লাল ও নুর নবীর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
বিল্লাল রংপুর জেলার পীরগাছা উপজেলার আব্দুর রহমানের ছেলে আর নুর নবী টাঙ্গাইল সদর উপজেলার চরপলি গ্রামের শাহাদাত আলীর ছেলে।
প্রসঙ্গত, শনিবার (১৩ মে) সকালে আশুলিয়ার তেঁতুলতলা এলাকার বেলাল এন্টারপ্রাইজ নামে গ্যাসের সিলিন্ডার মজুত ও রিফিলের এক কারখানায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণে শিশুসহ পাঁচ জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কারখানাটি ছিল মৃত বিল্লালের।