প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১০:১৯ পিএম | অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা একাডেমি আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র সঞ্চালনায় শনিবার (১৩ মে) সকাল ১১টায় শুরু হয়ে ১৪ মে রাত ১টা ৩০ মিনিটে শেষ হয়। বর্ধিত সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এবারের বর্ধিতসভার প্রধান উদ্দেশ্য আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে সাংগঠনিক অবস্থা পর্যালোচনা ও সংগঠন শক্তিশালীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন ও নির্দেশনা দেওয়া হয়।
বর্ধিতসভার অন্যতম গাইড লাইন ছিল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলায় পৌঁছালে যে সম্মান ও আতিথেয়তা পায়, তেমনি জেলা নেতাদের প্রতি কেন্দ্র যথাযথ সম্মান প্রদর্শণ করবে।
আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয় বেলা ১১ টায়। সভা শেষ হয় রাত দেড়টায়। টানা সাড়ে ১৪ ঘন্টা ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু মঞ্চে বসে সবার কথা শুনেছেন, যথাযথ নির্দেশনা দিয়েছেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বর্ধিতসভার প্রথম পর্বে প্রধান অতিথি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন।
বর্ধিতসভায় সকল কেন্দ্রীয় এবং সাংগঠনিক জেলার সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/যুগ্ম আহ্বায়কসহ প্রায় ৯০ ভাগ সদস্য, জাতীয় পরিষদের ৭০ ভাগ সদস্য উপস্থিত ছিলেন।