নিউজিল্যান্ডে ওয়েলিংটনে এক হোস্টেলে আগুনে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় সোমবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২ টায় চার তলা ভবন বিশিষ্ট লোফারস লজ হোস্টেল থেকে জরুরি পরিষেবাকে ডাকা হয়। পুলিশ জানিয়েছে, ওই হোস্টেল থেকে ডজন খানেক লোককে উদ্ধার করা হয়েছে, কিন্তু এখনো অনেকে নিখোঁজ রয়েছে।
আগুনে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখতে পান ভবনের সবশেষ উপরতলায় আগুন জ্বলছে। রাত ৪টা নাগাদ আগুন নেভাতে অন্তত ফারায় সার্ভিসের ২০টি ট্রাক সেখানে হাজির হয়।
ফায়ার ও এমারজেন্সি ডিস্ট্রিক কমান্ডার নিক ওয়েলিংটনের এ ঘটনাকে ভয়াবহ দুঃস্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন। ভবনে প্রবেশ না করা পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা জানানো যাচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ ছাদ থেকে অন্তত পাঁচজনকে উদ্ধার করেছে এবং একজন তৃতীয় তলা থেকে লাফ দিলে আহত হয়েছে। তবে ঠিক কী কারণে হোস্টেলে এ আগুনের ঘটনা ঘটল তা এখন পর্যন্ত জানা যায়নি বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।