প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ২:৩১ এএম আপডেট: ১৬.০৫.২০২৩ ১:১০ পিএম | অনলাইন সংস্করণ
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শৈশব কেটেছে পাবনার অলিগলিতে। এখানেই বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা খোশগল্প করে বেশিরভাগ সময় কেটেছে এ বীর মুক্তিযোদ্ধার। বহু বছরের পুরনো স্মৃতি।
তিনি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবেই সোমবার (১৫ মে) পাবনায় গেছেন তিনি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। কিন্তু ভুলে যাননি বাল্যবন্ধুদের। তাই নিজ জেলা পাবনায় গিয়েই চলে এসেছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি। তাইতো ময়রার দোকানে গেছেন মিষ্টি খেতে। লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। মালিকের নাম লাবু। শহরের ভেতরেই ব্যস্ততম দোকান।
দোকানে ঢুকলেন। বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। রাষ্ট্রপতি মিষ্টি খেলেন। সফর সঙ্গীদেরও খাওয়ালেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলে যায় না।