শুধু রাষ্ট্রদূত নয়, মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্ব থেকেও সরানো হবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ১০:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
শুধু রাষ্ট্রদূত নয়, মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্ব থেকেও পুলিশ সরানো হবে; এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ সোমবার (১৫ মে) রাতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের অতিরিক্ত প্রটোকল বন্ধ করার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই। বরং আনসার নিয়ে গঠিত নতুন গার্ড রেজিমেন্টের দ্বারা প্রটোকল দেয়া হবে। পুলিশকে অন্য অনেক কাজে লাগে।
প্রসঙ্গত, এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের মিশন প্রধানরা এখন থেকে অতিরিক্ত প্রটোকল সুবিধা পাবেন না। তবে ডিপ্লোম্যাটদের জন্য নির্ধারিত প্রটোকল সুবিধা বহাল থাকবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোনো দূতাবাস চাইলে নির্দিষ্ট ফি দিয়ে অতিরিক্ত নিরাপত্তা সুবিধা নিতে পারবেন।
এদিকে, বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশে গাড়িতে নিজ দেশের পতাকা ব্যবহার করতে পারবেন কি না এ নিয়েও ভাবা হচ্ছে বলে জানান তিনি। এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মতো দেশগুলোতে বাংলাদেশি রাষ্ট্রদূতরা গাড়িতে নিজ দেশের পতাকা ব্যবহার করতে পারেন না। আমরাও ভাবছি এটা নিয়ে, চাই বৈষম্য উঠে যাক।