মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আলফাডাঙ্গায় ঢাকা টাইমস সম্পাদকের জন্মদিন উদযাপন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ২:০৫ এএম | অনলাইন সংস্করণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের ৫০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান। 

অনুষ্ঠানে বক্তারা আরিফুর রহমান দোলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা বলেন, ‘দোলন এত অল্প বয়সে সামাজিক সহযোগিতামূলক কাজকর্মে অনেক প্রবীণকে ছাড়িয়ে গেছেন। তার মেধা ও দক্ষতার প্রশংসা শুধু ফরিদপুরে নয়, তার কর্মপরিধির মধ্যে সবাই তাকে অনেক সম্মান করে, ভালবাসে।’

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু বলেন, ‘দোলন শুধু আলফাডাঙ্গারই কৃতি সন্তান নন, তিনি গোটা ফরিদপুরের গর্ব। এত কম বয়সে এলাকার অসহায় মানুষের কল্যাণে, এলাকার কল্যাণে কাজ করে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছেন তা বলে শেষ করা যাবে না। তার কাছে কেউ কোনো সমস্যা নিয়ে গেলে খালি হাতে কখনও ফিরে আসে না। দোলনকে আল্লাহ দীর্ঘজীবী করুন।’

আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান বলেন, ‘কামারগ্রামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (টিটিসি) নির্মাণ হয়েছে। এটি একমাত্র দোলনের কারণেই এখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। সরকারের উচ্চপর্যায়ে দৌড়ঝাঁপ করে এখানে টিটিসি এনেছেন দোলন। আলফাডাঙ্গা পরিষদ চত্বরে একটি ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম নির্মাণ হয়েছে; সেটিও দোলন সাহেব চেষ্টা-তদবির করে এনেছেন। আরিফুর রহমান দোলন এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজসহ এলাকার অসহায়, দুস্থ্য মানুষের শিক্ষা, চিকিৎসার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা বলেন, ‘আরিফুর রহমান দোলনের মতো একজন ব্যক্তি আলফাডাঙ্গায় আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। তিনি মানুষের সেবায় যেভাবে কাজ করছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। দোয়া করি তিনি আজীবন এভাবে যেন মানুষের সেবা করে যেতে পারেন।’

গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া বলেন, ‘একজন সৎ ও যোগ্য মানুষের মধ্যে যত ধরনের গুণ থাকা দরকার দোলনের মধ্যে তার সবই আছে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং সবসময় মানুষের সেবায় নিজেকে নিয়জিত রাখতে পারে, সেই দোয়া করি।’ 

গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান বলেন, ‘দোলন ভাই এ অঞ্চলের উন্নয়নে যে অবদান রেখেছেন তা মানুষের মুখে মুখে। তার অবদান এ অঞ্চলের মানুষ সারাজীবন মনে রাখবে।’

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম বলেন, ‘কামারগ্রামে একটি সরকারি প্রতিষ্ঠান টিটিসি প্রতিষ্ঠা করা হয়েছে। এর পেছনে যে অবদান তিনি রেখেছেন তা বিগত দিনে কোনো নেতা করতে পারেননি। আসলে দোলন ভাইয়ের চিন্তা-ভাবনাই হচ্ছে কিভাবে এলাকার উন্নয়ন করা যায়।’

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর বলেন, করোনাকালীন সময়ে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর হাজার হাজার মানুষ যখন অসহায় হয়ে পড়েছিল তখন তাদেরকে খাদ্য সহয়তা দিয়ে পাশে ছিলেন। শুধু এই-ই নয় ফরিদপুর-১ আসনের হাজারো মানুষকে তিনি বিনামূল্যে চোখের চিকিৎসা করিয়েছেন। শত শত বেকার শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন। এ রকম আরও আছে, যা বলে শেষ করা যাবে না।  

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক। সঞ্চালক ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রানা।

এ সময় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত সর্দার, সাংগঠনিক সম্পাদক তাজিমুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মকিবুল হাসান মক্কা, ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম, কাইয়ুম মোল্যা, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শেখ, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি কামরুল ইসলাম ফজর, সাধারণ সম্পাদক আসলাম মোল্যা, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি খান নবাব আলী, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক রিপন মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল মোল্যা, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহীম মোল্যা, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা পারভীন, সাধারণ সম্পাদক মুক্তা বেগম, গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হোসেন মিয়াসহ গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]