প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ৭:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর উদ্যোগে প্রথমবারের মত আয়োজিত ‘শেখ হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩'।
গত ১৩ মে ২০২৩ বনানীর আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএবি ও এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবি'র চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ আয়োজক কমিটির চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল, বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন অফিসারবৃন্দ, বিএবি'র সদস্য ব্যাংকসমূহের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে রঙিণ সাজে সেজে ওঠা আর্মি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ৩৪টি ব্যাংক দলের মার্চ-পাস এবং দর্শনীয় ডে-লাইট ফায়ারওয়ার্কস প্রদর্শন করা হয়।
উদ্বোধনী ম্যাচে সিটি ব্যাংক ৩-০ গোলে ইসলামী ব্যাংক দলকে পরাজিত করে।