বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
গণতন্ত্র ধ্বংস করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের পথে হাঁটছে: নাছিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ২:০৭ এএম | অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জামায়াত অশুভ শক্তি। আবারও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এরা হলো যুদ্ধাপরাধী ও ধর্মান্ধ। এ গোষ্ঠী দেশের সমৃদ্ধি বিনষ্ট করতে চায়। গণতন্ত্রকে ধ্বংস করতে তারা ষড়যন্ত্রের রাজনীতির পথে এখনো হাঁটছে।

শনিবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তুলে ধরা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জামায়াত প্রগতি কিংবা অগ্রগতি চেনে না। অশুভ শক্তির পক্ষে তারা আঁতাত করে। এ অশুভ শক্তি ও তাদের দোষরদের পাকিস্তান পাঠাতে হবে। এদের আমরা আর দেশের কোনো ক্ষতি করতে দেব না।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জামায়াত তাদের শাসনামলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নির্মমভাবে পিটিয়ে ও বুটের তলায় পিষ্ট করে হত্যা করেছিল। আমরা গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করি। আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে বিশ্বাস করি। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে এদেশের প্রতিটি মেহনতি মানুষের অধিকার লড়াইয়ের জন্য কাজ করি। কোনো অশুভ ও সাম্প্রদায়িক শক্তির কাছে প্রিয় মাতৃভূমিকে তুলে দেবো না। এ অশুভ শক্তি আমাদের মাতৃভূমিকে পাকিস্তান বানাতে চায়।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যখন গণতান্ত্রিক ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে, বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। করেনা ও ইউক্রেন- রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা ঠিক এ সময় আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছি। সারা বিশ্ব যখন অর্থনৈতিক ঝুঁকিতে আমরা তখনও শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি, ঠিক এ সময় একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, আজ বাংলাদেশের উন্নতির মধ্যেও একটি গোষ্ঠী দেশের ১৭ কোটি মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। এরা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার বিপক্ষে। এরা সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী শক্তির পক্ষে। এরা দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। এরা দেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে রক্ষা করতে চায় না। এই অশুভ শক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ায়নি। এরা তখন নির্বিচারে দেশের সাধারণ মানুষকে হত্যা করেছে।

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নাছিম বলেন, যারা বাংলাদেশে ষড়যন্ত্রের রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। লেজুড়বৃত্তির রাজনীতি আর করতে দেওয়া হবে না। দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিশ্ব দরবারে সম্মানিত। বিশ্বের অনেক বড় বড় নেতা বাংলাদেশকে সম্মান করে। আমাদের এ এগিয়ে যাওয়ার পথ থেকে কেউ বিচ্যুত করতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত নামের সাম্প্রদায়িক এবং অশুভ শক্তিকে মোকাবিলা করতে প্রয়োজন হলে আরো একটি যুদ্ধ করতে হবে। বিএনপি নেতা তারেক কিংবা মির্জা ফখরুলদের অবস্থান বাংলাদেশের বিরুদ্ধে। তাদের নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করবো। আমাদের পকেটের স্বার্থে নয় জনকল্যাণে কাজ করতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]