প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৮:০২ পিএম | অনলাইন সংস্করণ
ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি হেরে গেছে। তাদের বিপর্যস্ত করে বড় জয় হাতিয়ে নিয়েছে কংগ্রেস।
রাজ্যের ২২৪ আসনের ১৩৮টিতে জয় পেয়েছে রাহুল গান্ধীর দল। তিনিও এক মন্তব্যে বলেছেন, কর্ণাটকে ঘৃণা শেষ, এখন থেকে চলবে ভালোবাসার কারবার।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে পাওয়া প্রাপ্ত তথ্যে জানা গেছে, কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি পেয়েছে ৬৩টি আসন। জেডিএস পেয়েছে ২০ আসন। বাকি তিনটি পেয়েছে অন্যান্যরা।
এনডিটিভির খবর অনুসারে, সবার সম্মিলিত প্রচেষ্টায় কর্ণাটকে কংগ্রেস বড় জয় পেয়েছে বলে মন্তব্য করেছেন এ রাজ্যে দলটির সভাপতি মল্লিকার্জুন খড়গা। অপরদিকে, নিজের হার মেনে নিয়েছেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। তার ভাষ্য, বিজেপির কাছে জয়-পরাজয় তেমন মানে রাখে না। ফল দেখে দলীয় কর্মীদের আতঙ্কিত হতে বারণ করেছেন তিনি।
গত বুধবার (১০ মে) কর্ণাটকের ২২৪টি বিধানসভা আসনে ভোট অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই বুথফেরত সমীক্ষা নির্বাচনে এগিয়ে রেখেছিল কংগ্রেসকে।