প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১০:১২ এএম আপডেট: ১১.০৫.২০২৩ ১০:৩৪ এএম | অনলাইন সংস্করণ
নোয়াখালীতে তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের ওপর মাওলানা জুবায়ের অনুসারীদের হামলার খবর পাওয়া গেছে। এতে সাদ অনুসারীদের ১২ জন আহত হন।
বুধবার (১০ মে) সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফতেহপুর জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে এ ঘটনা ঘটে।
সাদের অনুসারী মোহাম্মদ জাহেদ বলেন, সাপ্তাহিক সভা উপলক্ষে আমরা ১৫-১৬ জন ফতেহপুর মসজিদে মাগরিবের নামাজ আদায় করি। নামাজ শেষে আমাদের একজন এলান দিতে দাঁড়ালে মসজিদের ইমাম নিষেধ করেন। এরপর সেখানে সাপ্তাহিক পরামর্শ সভা করতে চাইলে তিনি আমাদের বের হয়ে যেতে বলেন। আমরা তাকে সভার কথা বললে তিনি মসজিদে তালা দিয়ে বের হয়ে যাবেন বলেন। আমরা না উঠলে তিনি বাইরে গিয়ে মাওলানা জুবায়েরের অনুসারী ফারুক হোসেন, নিজাম উদ্দিন ভুট্টু ও সারোয়ারসহ কয়েকজনকে নিয়ে এসে আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের ১২ জন আহত হন। গুরুতর আহত মাওলানা মোহাম্মদ আলী ও মো. সাগরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের মুরুব্বিদের বিষয়টি জানিয়েছি। তাদের সঙ্গে পরামর্শ করে আমরা হামলাকারীদের ক্ষমা করে দিয়েছি।
নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অহিদ উদ্দিন পলাশ বলেন, শুনেছি তাবলিগের এক পক্ষ মসজিদের ভেতর বসলে অন্য পক্ষের লোকজন হামলা করেছেন। এতে কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছি।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, তাবলিগের এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলার ঘটনা শুনেছি। তবে কোনও পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।