প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১০:০৫ এএম | অনলাইন সংস্করণ
শনিবার (১৩ মে) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (১০ মে) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
রিজভী জানান, ১৩ মে বেলা দুইটায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ সমাবেশ করবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায় এবং গায়েবি মামলায় নেতা-কর্মীদের নির্বিচার গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়। ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
রিজভী বলেন, এই সরকারের অনাচারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। অবৈধ সরকারের বিরুদ্ধে এ মুহূর্তে একযোগে মাঠে নামাটা এখন নাগরিক কর্তব্য। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তারেক রহমানের অবিচল নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক পরিস্থিতি এক উপসংহারহীন অবস্থার দিকে টেনে নিয়ে যাচ্ছেন। আবারও নিঃশব্দ আতঙ্কের পরিবেশে ভোটারবিহীন নির্বাচনের ফন্দিফিকির করছেন। গায়েবি মামলা এই সরকারের রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিএনপির মৃত নেতা, অসুস্থ নেতা এবং বিদেশে থাকা নেতাদের বিরুদ্ধেও গায়েবি মামলা দিয়ে তামাশার পাত্রে পরিণত হয়েছে সরকার।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের সদস্যসচিব আমিনুল হক, দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন, কৃষক দলের সভাপতি হাসান জাফির উপস্থিত ছিলেন।