প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ১০:০৬ পিএম আপডেট: ১১.০৫.২০২৩ ৮:২৩ পিএম | অনলাইন সংস্করণ
অসহায় কৃষকের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ তার কর্মীদের আহ্বান জানান। ২০১৯ সাল থেকে করোনা সংকট এবং বর্তমানেও সে ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ।
সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ বশেমুরবিপ্রবি শাখার কর্মী ও সভাপতি পদ-প্রত্যাশী শেখ মেহেদী হাসান প্রান্ত ও তার অনুসারীরা চালিয়ে যাচ্ছে ধান কাটা কার্যক্রম।
মাহে রমজানের সময় থেকে এখন অবধি গোপালগঞ্জের বেদগ্রাম ও রঘুনাথপুর এলাকায় প্রায় ৪ দিন ধান কেটে দিয়েছে তারা।
এবিষয়ে প্রান্ত বলেন, বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাড়া দিয়ে সারা বাংলাদেশের ছাত্রলীগ কর্মীরা অসহায় কৃষকদের মুখে হাসি ফুটাতে বিরামহীনভাবে ছুটে চলেছে ধানক্ষেতে। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুকন্যা,স্মার্ট বাংলাদেশ এর স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট ছাত্রলীগ তথা বশেমুরবিপ্রবি ছাত্রলীগ এর ধারাবাহিক কার্যক্রম চলছে।জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালনে অঙ্গীকারবদ্ধ আমরা বশেমুরবিপ্রবি ছাত্রলীগ।
উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলো ছাত্রলীগ কর্মী দিগন্ত, রাজিব,, লিমন, তাজ, শাহীন, ফাহিম, নাইম।
উল্লেখ্য,২৪ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান কৃষকের বোরো ধান কেটে দেওয়ার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তারই প্রেক্ষিতে কাজ করে যাচ্ছে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ।