বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাঞ্চল্যকর ইউপি সদস্য আলম খুন, নেপথ্যে ‘নির্বাচনকেন্দ্রিক’ বিরোধ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ১০:০১ পিএম | অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে বিএনপি নেতা ও ইউপি সদস্য আলম আলী (অরফে আলম ঝাপড়া) হত্যার ঘটনায় পুলিশ এপর্যন্ত ৬ জন কে গ্রেফতার করলেও বাকি আসমীরা গা ঢাকা দিয়েছে। আলমের স্ত্রী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যদিকে এই হত্যা মামলায় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দকে আসামী করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। তারা এ হত্যা মামলার সঠিক তদন্তের দাবি করেছেন। 

মামলার এজাহারে প্রকাশ গত ১৩ এপ্রিল দুপুরে বিএনপি নেতা ও নয়ালাভাঙ্গা ইউপি সদস্য আলম আলী (অরফে আলম ঝাপড়া) পরিষদ থেকে বাড়ি ফেরার পথে নবাবমোড় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আলম নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।এ ঘটনায় নিহতের ভাই মোঃ বাবলু আলী বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ামলার এজাহারে বলা হয়েছে, ১৩ এপ্রিল ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আলম আলী। বেলা সোয়া একটার দিকে নবাব মোড়ে এলে আব্দুস সালামের নেতৃত্বে আসামিরা তাকে ঘিরে বেশকিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করলে লোকজন পালিয়ে যায়। পরে নানা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে আলমকে হত্যা করা হয়।

বাবলু আলী জানান, ইউপি নির্বাচনের সময় থেকেই রাজনৈতিক দ্বন্দের কারণে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে আমার ভাইয়ের বিরোধ ছিল। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই তাকে হত্যা করা হয়েছে। নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালামের নেতৃত্বে এই হামলা চালানো হয়।
স্থানীয়রা বলছেন, সর্বশেষ ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলম আলী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঙ্গুর আলীর মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়, এর জেরেই এ হত্যাকান্ডের ঘটনা। আলম আলী ইউপি নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড সদস্য পদে নির্বাচন করেন। অন্যদিকে, তার সঙ্গে প্রতিদ্বন্দিতা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আঙ্গুর আলী। ইউপি সদস্য পদে নির্বাচিত হন আলম। এরপর থেকেই আঙ্গুরের সঙ্গে আলমের দ্বন্দ চলছিল। নির্বাচনের সময় সৃষ্ট দ্বন্দের কারণেই এ হত্যাকান্ড এমনটাই বলছেন স্থানীয়রা। অনুসন্ধানে জানা গেছে, বিএনপি নেতা আলম আলীর এলাকায় বড় ধরনের প্রভাব ছিল। আলম প্রভাবশালী বিএনপি নেতা আশরাফ আলীর অনুসারী ছিলেন। তবে আওয়ামী লীগ নেতা আঙ্গুর আলীর দ্বন্দের কারণে নির্বাচিত হওয়ার পরও তিনি ইউনিয়ন পরিষদে যেতেন না। তিনি আগে থেকেই তার উপর হামলার একটা আশঙ্কা করতেন। গত ফেব্রুয়ারিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঙ্গে বিএনপি নেতা আলমের সমঝোতা হয় । পরে সালামের সঙ্গে আলমের সুসম্পর্ক গড়ে উঠে। তারা একে অপরকে ‘দোস্ত’ বলে সম্বোধন করতো। সমঝোতার পর থেকে নির্ভয়ে চলাফেরা করতেন ইউপি সদস্য আলম। এই সুযোগে আওয়ামী লীগ নেতা আঙ্গুর তার বাহিনী নিয়ে নৃশংসভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে আলম আলীকে। 

নয়ালাভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হক এ হত্যাকান্ডের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালামকে দায়ী করেছেন। তার দাবি, মিমাংসার নাটক করে সুসম্পর্ক গড়ে পরিকল্পিতভাবে আলমকে হত্যা করেছে সালাম। তবে আব্দুস সালামের সঙ্গে নিহত আলম আলীর সুসম্পর্ক ছিল ‘ওপেন সিক্রেট’।

অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, ওয়ার্ড সদস্য পদে পরাজিত প্রার্থীর সঙ্গে দ্বন্দের জেরে বিএনপি নেতা আলম খুন হয়েছেন। কিন্তু বিএনপি নেতারা রাজনৈতিক বিবেচনায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে মামলা করেছেন। মামলার প্রধান আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম বলেন, হত্যাকান্দের সময় আমি জেলা পরিষদের ত্রান বিতরন ও অফিশিয়াল মিটিংয়ে ছিলাম। জেলা পরিষদে গিয়ে খবর নিলে এর প্রমাণ পাওয়া যাবে। তাছাড়া আলমের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। অন্যায় ভাবে আমাকে এ মামলায় আসামি করা হয়েছে।  এদিকে এই হত্যার কারণ খুঁজতে গিয়ে নির্বাচনে পরাজয়ের প্রতিশোধসহ কয়েকটি বিষয় সামনে এনে যাচাই-বাছাই করছেন পুলিশ। এ ছাড়া সাম্প্রতিক সময়ে নিহত বিএনপি নেতার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সুসম্পর্কের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তাদের সামনে নির্বাচনকেন্দ্রিক দ্বন্দের যোগসূত্রের বিষয়টিও এসেছে। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন- প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী প্রতিশোধ নিতেই এমন হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে। কেননা এ হত্যাকান্ডে সরাসরি অংশ নিয়েছে নিহত আলমের সঙ্গে প্রতিদ্বন্দিতাকারী করে পরাজিত ওয়ার্ড সদস্য আঙ্গুর আলী। তবে রাজনৈতিক কোন ইন্ধনও থাকতে পারে, আমরা সেই বিষয়টিও খতিয়ে দেখছি। 

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান অভিযোগ করেন, মামলায় শিবগঞ্জ উপজেলা আ্ওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান এডু,ইউনিয়ন আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ আব্দুস সালাম, ৮ নম্বর ওয়ার্ড আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কালাম ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা বাবু সহ দুই জন ছাত্রলীগের কর্মীকে আসামি করা হয়েছে। 

তিনি আরোও বলেন, নয়ালাভাঙ্গা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম মোস্তফা পাঁচু ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সাথে আধিপত্তের লড়াই দীর্ঘ দিনের। এ দু পক্ষের মারামারিতে সাত আট জন ইতিপূর্বে নিহত হয়েছেন। তিনি নিরপেক্ষ ভাবে পুলিশি তদন্তের দাবি করেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আ্ওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন বলেন জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম গত ১৩ এপ্রিল  সকাল  ১১.৩০ ঘটিকা হতে দুপুর ১.৩০ পর্যন্ত জেলা পরিষদ কতৃক ত্রান বিতরন কার্যকর্মের সাথে যুক্ত ছিলেন। এ সময় আরো ৫ জন জেলা পরিষদ সদস্য উপস্থিত ছিলেন। 

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ ১ ও শিবগঞ্জ আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন রাজনৈতিক নেতৃবৃন্দকে আসামি করা দঃখ জনক। তিনি  আলম হত্যার প্রকৃত আসামিদের শাস্তি দাবি করেন। তবে কোন নিরিহ মানুষকে হয়রানি না করার জন্য দাবি করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, আলম হত্যা মামলায় এ পর্যন্ত ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।১৭ জন অন্তরবর্তী কালিন জামিনে আছেন, বাকি আসামীদের কে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]